spot_img

কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

অবশ্যই পরুন

কর ফাঁকির অভিযোগে অবশেষে পদত্যাগ করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। প্রথমে তার বিরুদ্ধে অভিযোগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সমর্থন দিয়েছিলেন অ্যাঞ্জেলাকে। কিন্তু হঠাৎ-ই শুক্রবার (৫ আগস্ট) নিজের বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে পদত্যাগ করেন রেইনার।

অ্যাঞ্জেলার পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য খুব একটা ভালো খবর নয়। স্টারমারকে পাঠানো পদত্যাগপত্রে অ্যাঞ্জেলা লিখেছেন, ‘কর-সংক্রান্ত বিষয়ে নতুন বাড়ি কেনার পর আমি কোনো বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করিনি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এই ভুলের সম্পূর্ণ দায় আমি নিচ্ছি।’

উত্তরে স্টারমার বলেন, রেইনারের এমন বিদায়ে অত্যন্ত দুঃখিত তিনি। কিন্তু তার সিদ্ধান্তটিকে সন্মান জানাচ্ছি।

সূত্র: রয়টার্স।

সর্বশেষ সংবাদ

বিশ্বকে অবাক করে প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

টেসলা নতুন একটি প্রস্তাব হাতে নিয়েছে। এটি শেয়ারহোল্ডারেরা অনুমোদন করলে কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ