spot_img

চীনকে সর্বাবস্থায় সমর্থন দেওয়ার ঘোষণা কিমের

অবশ্যই পরুন

চীনের রাজধানী বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকার করেছেন কিম।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-এ খবর প্রকাশ করেছে।

কিম বলেন, উত্তর কোরিয়া-চীন সম্পর্ককে ধারাবাহিকভাবে বিকশিত করা ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি এবং উত্তর কোরিয়া সরকারের দৃঢ় ইচ্ছা। তিনি আরও জানান, চীনের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও উন্নয়ন স্বার্থ রক্ষায় সব সময় সমর্থন ও উৎসাহ দিয়ে যাবে উত্তর কোরিয়া।

২০১৮ সালের পর থেকে শি ও কিমের এটি ছিল ষষ্ঠ দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকে কিম চীনের ‘বিশ্বশান্তি রক্ষার দৃঢ় প্রত্যয়’ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ অবস্থান ও প্রভাব’ তুলে ধরেন।

অন্যদিকে শি জিনপিং বলেন, ‘চীন–উত্তর কোরিয়ার সম্পর্ক রক্ষা, জোরদার ও উন্নত করতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, এই অবস্থান অপরিবর্তিত থাকবে।’

তিনি আরও যোগ করেন, চীন উত্তর কোরিয়ার নিজস্ব জাতীয় পরিস্থিতির সঙ্গে মানানসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে সমর্থন করবে।

দুই নেতা উচ্চপর্যায়ের সফর ও কৌশলগত যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

এর আগে, বুধবার জাপানের আত্মসমর্পণ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান দিবস উপলক্ষে চীন আয়োজন করে বিশাল সামরিক কুচকাওয়াজ। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬ দেশের নেতা উপস্থিত ছিলেন। কিমও ছিলেন সেই আয়োজনে।

উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে ঘনিষ্ঠ হয়েছে। বুধবার বেইজিংয়ে পুতিনের সঙ্গে কিমের চতুর্থ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দেন কিম। এরপর বৃহস্পতিবার রাতে ট্রেনে করে বেইজিং ত্যাগ করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ সংবাদ

বিশ্বকে অবাক করে প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

টেসলা নতুন একটি প্রস্তাব হাতে নিয়েছে। এটি শেয়ারহোল্ডারেরা অনুমোদন করলে কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ