spot_img

পাকিস্তানে তালেবানের হামলায় নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত

অবশ্যই পরুন

আফগানিস্তানের সীমান্ত লাগোয়া দুর্গম এলাকায় হামলা চালিয়ে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর দুই সদস্যকে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী পাকিস্তানি তালেবান। বৃহস্পতিবারের এই হামলার আগে জঙ্গিরা ওই এলাকার বিভিন্ন গ্রামে দেয়াল লিখনের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেন।

কাবুলে ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র তৎপরতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আলাদা সংগঠন হলেও আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

অতীতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ করতো এই জঙ্গিগোষ্ঠী। তবে ২০১৪ সালে সেনা অভিযানের মুখে পিছু হটতে বাধ্য হয় টিটিপি। বর্তমানে ওই অঞ্চলে সবচেয়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী হলো টিটিপি।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার জ্যেষ্ঠ সরকারি এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, বুধবার রাতে জেলার সীমান্ত লাগোয়া একটি এলাকায় অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, টিটিপির দেয়াল লিখন এবং এলাকায় তাদের টহল দেওয়ার খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনী ওই অভিযান শুরু করে।

‌‌‘‘অভিযানে রাতভর টিটিপির সদস্য ও নিরাপত্তা বাহিনীর মাঝে গোলাগুলি চলে। এতে দুই সীমান্তরক্ষী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।’’

ওই কর্মকর্তা বলেন, গত দুই মাসে ওই এলাকায় টিটিপি জঙ্গিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। খাইবার পাখতুনখোয়ার পার্বত্য এলাকার সীমান্তবর্তী কয়েকটি জেলায় বর্তমানে প্রায় ৪০০ জঙ্গি সক্রিয় রয়েছেন বলে ধারণা করছেন তিনি।

সপ্তাহজুড়ে বিভিন্ন ভবনের দেয়ালে টিটিপির নাম লেখা দেখা গেছে। তিনি বলেন, এটি মূলত তাদের উপস্থিতির জানান দেওয়া, স্থানীয়দের ভীত-সন্ত্রস্ত করা এবং সক্রিয় জঙ্গিদের মনোবল বাড়ানোর কৌশল।

সোয়াত জেলার ওই কর্মকর্তা বলেছেন, মাত্র গত ১০ দিনে জেলায় নিরাপত্তা বাহিনীর ৯ জন সদস্য নিহত হয়েছেন। ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী বছর ছিল ২০২৪ সাল। জঙ্গিদের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি নিহত হয়েছেন; যাদের প্রায় অর্ধেকই সেনা ও পুলিশ সদস্য।

পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের নিজ ভূখণ্ড থেকে উৎখাত করতে আফগানিস্তান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। তবে কাবুল এসব অভিযোগ অস্বীকার করেছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত খাইবার পাখতুনখোয়া ও দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে রাষ্ট্রবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ৪৫০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য।

সূত্র: এএফপি।

সর্বশেষ সংবাদ

পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্তের পথে ইসরায়েল

কোনো কিছুর তোয়াক্কা না করেই পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্ত করছে ইসরায়েল। সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ