spot_img

নুরকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে: রাশেদ খান

অবশ্যই পরুন

হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতার খবরের কোনো সত্যতা নেই। তাকে সুস্থ দেখানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, নুরুল হক নুরের নাক দিয়ে এখনো জমাট রক্ত বের হচ্ছে। তার মস্তিষ্কেও আঘাত রয়েছে। নুরের শারীরিক অবস্থা আরেকটু স্থিতিশীল হলে আগামী সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেয়া হতে পারে বলে জানান তিনি।

গত ২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে বিদেশে নিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, তার ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ সংবাদ

বিবিসির বিরুদ্ধে মামলা করার অধিকার আমার আছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার বক্তৃতার একটি অংশ যেভাবে বিবিসির ‘প্যানোরামা প্রামাণ্যচিত্রে’ সম্পাদনা করা হয়েছে, সেই কারণে বিবিসির...

এই বিভাগের অন্যান্য সংবাদ