‘ফাইবার অপটিক সার্ভিস ও বিজনেসে নতুন পলিসি আনা হয়েছে। এ পলিসির আওতায় শহরের সমান গ্রামেও নেট সেবার ব্যবস্থা করা হচ্ছে। নেট গ্রাহকরা যাতে কম দামে ভালো মানের সেবা পান সেই সুযোগ থাকবে।’
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। ব্রিফিংয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমে এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য না করে সব ধরনের গ্রাহক যেন সমান সেবা পায় সে ব্যবস্থা করা হচ্ছে। মধ্যসত্বভোগী কমিয়ে সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে ফোন কল ও ডেটার দাম কমিয়ে আমার চেষ্টা করা হচ্ছে। নতুন পলিসিতে শুল্ক কমিয়ে ভয়েস ও ডেটার দাম কমিয়ে অবকাঠামো তৈরি করতে আশাবাদী আমরা।
এ সময় আরও বলা হয়, সাইবাকর অপারেটরের ক্ষেত্রে মাফিয়াগিরি চলবে না। নতুন পলিসি আগের চেয়ে অনেক বেশি এসএমইবান্ধব। আগে ভয়েস কল করার জন্য ৬-৭টা স্তর পর্যন্ত কাজ করতে হতো। এখন তা কমে ৩টা স্তরে চলে আসবে। তাই আমরা দামটা কমিয়ে আনতে পারবো। নতুন নীতিমালায় গ্রাহকরা কম দামে ভালো মানের সেবা পাবেন।