spot_img

অপরাধ ট্রাইব্যুনালে ফর্মাল চার্জ দাখিল হলে বাতিল সংসদ সদস্যপদ

অবশ্যই পরুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনে সংযোজিত নতুন ধারা অনুযায়ী কারও বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া কিংবা বহাল থাকতে পারবেন না।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধারা সংযোজনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

প্রেস সচিব বলেন, এই মামলায় চার্জ গঠন হলে অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার, চেয়ারম্যান কিংবা মেয়র, প্রশাসক পদেও নির্বাচিত কিংবা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া কিংবা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়া ও বহাল থাকার অযোগ্য হবেন।

সর্বশেষ সংবাদ

সেই বক্তৃতায় যুক্তরাষ্ট্রের নাম আসা উচিত ছিল: ট্রাম্প

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে চীন গত বুধবার (৩ সেপ্টেম্বর) একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করে। এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ