ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের’ (আইপিএল) টিকিটের ওপর এবার থেকে ৪০ শতাংম জিএসটি (পণ্য ও পরিষেবা কর) বসানো হবে। বুধবার (৩ সেপ্টেম্বর) জিএসটির নতুন কাঠামো ঘোষণা করেছে ভারতের সরকার। এই জিএসটি আগে ছিল ২৮ শতাংশ। এর ফলে আইপিএল ম্যাচের টিকিট এখন আরও দামী হয়ে যাবে। অপরদিকে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের টিকিটের ওপর করের হার কমে ১৮ শতাংশ হওয়ায় সেগুলো আরও সস্তা হবে।
ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগে যেখানে একটি ১ হাজার টাকার টিকিটের ওপর কর যুক্ত হয়ে মূল্য দাঁড়াত ১ হাজার ২৮০ টাকা, এখন সেটা হয়ে যাচ্ছে ১ হাজার ৪০০ টাকা। আইপিএল এখন কর কাঠামোর সবচেয়ে উঁচু স্তরে চলে গেল। যেখানে ক্যাসিনো, রেসক্লাবের মতো বিনোদনমূলক স্থানগুলো রয়েছে।
তবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচগুলির ক্ষেত্রে কর হ্রাস পাওয়ায় কিছুটা স্বস্তি পাবেন ক্রিকেটপ্রেমীরা। আগে আন্তর্জাতিক ম্যাচগুলির টিকিটেও ২৮ শতাংশ কর বসত। কিন্তু এখন সেটা কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। অর্থাৎ ১ হাজার টাকার বেস প্রাইসের টিকিট এখন ১ হাজার ১৮০ টাকায় পাওয়া যাবে। যা আগে ছিল ১ হাজার ২৮০ টাকা।
এই নতুন কর হার কার্যকর হবে ২২শে সেপ্টেম্বর থেকে। তার ঠিক এক সপ্তাহ আগে, শুরু হচ্ছে ভারতের পরবর্তী বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট, নারী বিশ্ব কাপ। যদিও এই টুর্নামেন্টের টিকিট এখনো বিক্রি শুরু হয়নি।
এছাড়াও, জিএসটি কাউন্সিল জানিয়েছে, রুটি-পরোটা থেকে শুরু করে টিভি, হেয়ার অয়েল ও আইসক্রিমের ওপর কর কমানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও জীবন বিমার ওপর কর সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
সূত্র: নিউ-১৮