চীনের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত কিছু উল্লেখযোগ্য অস্ত্রের চিত্র সবার দৃষ্টি কেড়েছে। রাজধানী বেইজিংয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় এই কুচকাওয়াজ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানের আত্মসমর্পণের ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি’র বরাতে জানা গেছে, বেইজিংয়ে আয়োজিত এই কুচকাওয়াজে ৫০ হাজারেরও বেশি মানুষ সামরিক যান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য অস্ত্র দেখতে ভিড় জমান।
চীন এ অনুষ্ঠানে তাদের নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ডিএফ-৬১ প্রদর্শন করে। মোবাইল প্ল্যাটফর্মে ঘুরিয়ে দেখানো হয় এই ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্যভাবে ডিএফ-৬১ সর্বশেষ ১৯৭০-এর দশকে দেখা গিয়েছিল বলে জানায় জার্মানভিত্তিক শান্তি গবেষণা ও নিরাপত্তা নীতি ইনস্টিটিউট।
এছাড়াও এয়ার-ডিফেন্স লেজার প্রদর্শিত হয়। যার মধ্যে একটি বড় লেজার অস্ত্র রয়েছে যা যুদ্ধজাহাজে বসানো হবে বলে রাষ্ট্র পরিচালিত টেলিভিশনে জানানো হয়। একই অস্ত্রের একটি স্থল সংস্করণও প্রদর্শনীতে ছিল।

এই কুচকাওয়াজে প্রথমবারের মতো দু’টি অতিবৃহৎ পানির নিচে পরিচালিত ড্রোনও প্রদর্শিত হয়।

কুচকাওয়াজে জাহাজবিধ্বংসী হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেরও প্রদর্শনী করা হয়েছে। এর মধ্যে রয়েছে– ইয়িংজি-১৯, ইয়িংজি-১৭ এবং ইয়িংজি-২০।

সূত্র: সিএনএন