spot_img

সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি

অবশ্যই পরুন

ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগঘন মুহূর্তের সৃষ্টি করেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। বুধবার (৩ সেপ্টেম্বর) বুয়েনস আয়ার্সের এজেইজা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কালোনি লিওনেল মেসি এবং নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলছিলেন। এসময় এক সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন।”

সাংবাদিকের কথা শুনে বিস্মিত স্কালোনি জিজ্ঞেস করেন, “আপনি কাঁদছেন? এটা আমার উদ্দেশ্য ছিল না।” এ দৃশ্য দেখে কক্ষজুড়ে করতালিতে ফেটে পড়েন উপস্থিতরা। শেষ পর্যন্ত কোচ নিজেও চোখের জল মুছে ফেলেন।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে স্কালোনি বলেন, “তার সঙ্গে খেলাটা ছিল দারুণ অভিজ্ঞতা। বিশ্বকাপ জেতা আরও বড় আনন্দ। সময়ের সঙ্গে সঙ্গে আমরা এর গুরুত্ব আরও বুঝতে পারব। আজ সে আমাদের সঙ্গে আছে, এটিই সবচেয়ে বড় বিষয়। এখন তাকে উপভোগ করাটাই জরুরি।”

৪৭ বছর বয়সী এ কোচ আরও নিশ্চিত করেন, ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামবেন। পাশাপাশি তিনি তরুণ খেলোয়াড় ফ্রাঙ্কো মাসতান্তোনো ও নিকো পাজের প্রশংসা করে জানান, ভবিষ্যতে তারা আর্জেন্টিনাকে অনেক কিছু দিতে পারবে।

দীর্ঘ ৪৫ মিনিটের এই সংবাদ সম্মেলনে স্কালোনি দল গঠন, খেলোয়াড়দের পারফরম্যান্স, আসন্ন ম্যাচ এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে কথা বলেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাংবাদিকের কান্নায় ভেসে যাওয়া সেই আবেগঘন মুহূর্ত, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে।

সর্বশেষ সংবাদ

সামরিক কুচকাওয়াজে যেসব বিরল ও আধুনিক অস্ত্রের ঝলক দেখালো চীন

চীনের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত কিছু উল্লেখযোগ্য অস্ত্রের চিত্র সবার দৃষ্টি কেড়েছে। রাজধানী বেইজিংয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ