সিরিজের শেষ ম্যাচে আর টস জিততে পারলেন না লিটন কুমার দাস। তাই বদলে গেল বাংলাদেশের ভাগ্য। এবার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন স্কট এডওয়ার্ডস। সিরিজে প্রথমবার আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলায় এই ম্যাচের একাদশে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমকে।
এর বাইরে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকেও রাখা হয়েছে একাদশের বাইরে। এই ম্যাচে খেলছেন না অফ স্পিনার শেখ মেহেদি হাসান।
হোয়াইটওয়াশ করার মিশনে শেষ টি-টোয়েন্টি সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন। আর প্রথম ম্যাচের পর আবার একাদশে ফেরানো হয়েছে শরিফুল ইসলাম ও রিশাদ হোসেনকে।
এক্ষেত্রে বলে রাখা যায়, চলতি বছর মুস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রেখে এখন পর্যন্ত একটি টি-টোয়েন্টি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। তাই এবার নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করতে হলে ভিন্ন কিছুই করতে হবে তাদের।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং,অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), নোয়াহ ক্রোয়েস, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শরিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল।