সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল বাংলাদেশ। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অদিনায়ক লিটন কুমার দাস।
একাদশে দুই পরিবর্তন নিয়ে এদিন মাঠে নামে বাংলাদেশ। লেগস্পিনার রিশাদ হোসেনের পরিবর্তে নাসুম আহমেদ এবং পেসার শরীফুল ইসলামের জায়গায় একাদশে ঢোকেন আরেক পেসার তানজিম সাকিব।
ইনিংসের শুরু থেকেই ডাচ ব্যাটারদের চাপে রাখেন টাইগার বোলাররা। তৃতীয় ওভারেই ডাচদের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারের আগেই ১৮তম ওভারে ১০৩ রানে অলআউট হয় ডাচরা। সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন নাসুম। জবাবে ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাবলীল শুরু করেন দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমন। তিন চার ও এক ছয়ে ২১ বলে ২৩ রান করে আউট হন ইমন। এরপর আর কোনো বিপদ ছাড়াই ম্যাচ জিতে নেয় টাইগাররা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায়।