সংবিধানে যত গণতান্ত্রিক সংস্কার হয়েছে তা বিএনপির হাত ধরেই হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি দেশকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে গণতন্ত্রকে আর কেউ ব্যাহত করতে পারবে না।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাতে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। এরপর সাংবাদিকদের সাথে কথা বলেন সালাহউদ্দিন। এসময় তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে স্বাধীন বিচার ব্যবস্থা, স্বাধীন নির্বাচন কমিশন, স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করবে বিএনপি।
এসময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের অগ্রগতি আরও তরান্বিত করবে।