spot_img

‘বিগত সময়ে ৫০% লোক রাজনৈতিক কারণে সামাজিক কর্মসূচির আওতায় ছিলো’

অবশ্যই পরুন

বিগত আওয়ামী লীগ আমলে ৫০ শতাংশ লোক রাজনৈতিক কারণে সামাজিক কর্মসূচির আওতায় ছিলো। তাদের বাদ দিতে কাজ করছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে চীন মৈত্রী সম্মেলনে জাতীয় সামাজিক নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময়ে তিনি আরও বলেন, কোভিড, অর্থনৈতিক বিপর্যয়সহ নানা কারনে গেলো কয়েকবছরে দারিদ্র ও আয় বৈষম্য বেড়েছে। সেটা দূর করতে দায়িত্বের বাকি সময়টাও কাজ করে যাবে অন্তর্বর্তী সরকার।বাংলাদেশ ততটাও দরিদ্র না যে সামাজিক নিরাপত্তা দেয়া যাবে না।

এখন সময় এসেছে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার মন্তব্য করে তিনি বলেন, সামাজিক নিরাপত্তা কোন অযুহাতে ব্যাহত করা যাবে না। গত ১৫ বছরে সব সেক্টরে যেভাবে দুর্নীতি হয়েছে তাতে সমাজিক নিরাপত্তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা।

ন্যায্যতা ভিত্তিক সমাজে চরম দারিদ্র্যতা থাকতে পারেনা বলেও জানান। দারিদ্র্যতা কমাতে একটি রোডম্যাপ তৈরি করছে সরকার। আর এই রোডম্যাপ অনুযায়ী আগামীর নির্বাচিত সরকার কাজ করবে বলে আশা ব্যাক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ অধ্যায় শেষ হলো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ