spot_img

ধ্বংসস্তুপে পরিণত আফগানিস্তান: নিহত ৮০০ ছাড়িয়েছে

অবশ্যই পরুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১২ জনে এবং আহত হয়েছেন ২ হাজার ৮০০-এর বেশি মানুষ। উদ্ধার তৎপরতায় সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তাৎক্ষণিক ত্রাণের জন্য ১০ কোটি আফগানি মূদ্রা বরাদ্দ করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পটি রোববার দিবাগত মাঝ রাতে সংঘটিত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্ব আফগানিস্তানে পাকিস্তান সীমান্তের নিকটবর্তী এলাকায়।

আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সোমবার কাবুলে সাংবাদিকদের জানান, কুনার প্রদেশের নুরগাল (মাজার দারা), চওকাই, ওয়াতাপুর, মানোগি, চাপা দারা এবং আশপাশের এলাকায় ৮০০ জনের মৃত্যু হয়েছে এবং ২ হাজার ৫০০ জন আহত হয়েছেন।

নানগারহার প্রদেশের দারা-ই-নূর জেলায় ১২ জন নিহত এবং ২৫৫ জন আহত হয়েছেন।

লাঘমানের আলিনগার জেলায় ৫৮ জন আহত এবং নূরিস্তানের নূরগ্রাম জেলায় ৪ জন আহত হয়েছেন।

পাঞ্জশিরের আবশার জেলায় পাঁচটি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, তবে কোনো প্রাণহানি হয়নি।

মুজাহিদ বলেন, প্রধানমন্ত্রী একটি বিশেষ কমিটি গঠন করেছেন, যার নেতৃত্বে রয়েছেন গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইউনুস আখুন্দজাদা। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা রয়েছেন।

তিনি আরও বলেন, “তাৎক্ষণিক ত্রাণের জন্য প্রধানমন্ত্রী সাহেব ১০ কোটি আফগানি বরাদ্দ দিয়েছেন, যা এখন ব্যয় করা হচ্ছে। প্রয়োজনে আরও অর্থ প্রদান করা হবে।”

রোববার রাত থেকে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও জনস্বাস্থ্য মন্ত্রণালয়গুলো, প্রাদেশিক গভর্নরগণ, দুর্যোগ প্রতিক্রিয়া বিভাগ, রেড ক্রিসেন্ট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো মৃতদেহ উদ্ধার, আহতদের স্থানান্তর এবং খাদ্য, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণে কাজ করে যাচ্ছে। শুধু নানগারহার বিমানবন্দর থেকেই ৪০টি ফ্লাইট পরিচালনা করা হয়েছে।

মুজাহিদ সব দাতব্য সংস্থা, ব্যবসায়ী ও সাধারণ আফগানদের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

সূত্র: পেশওয়াক আফগান নিউজ

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ অধ্যায় শেষ হলো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ