spot_img

চীন যাওয়ার আগে ক্ষেপণাস্ত্র কারখানায় ঢুঁ মারলেন কিম জং উন

অবশ্যই পরুন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের নতুন স্থাপিত ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কিম একটি গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র উৎপাদন প্রতিষ্ঠানের যৌথ ক্ষেপণাস্ত্র উৎপাদন লাইন ঘুরে দেখেন। সেখানে তিনি উৎপাদন সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে শাসক ওয়ার্কার্স পার্টির শীর্ষ কর্মকর্তারা ও প্রতিরক্ষা শিল্পখাতের ব্যবস্থাপকরা ছিলেন।

কিমের এই পরিদর্শন এমন সময়ে হলো, যখন তিনি ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বহুপাক্ষিক কূটনৈতিক আয়োজনে অংশ নিতে যাচ্ছেন।

আগামী বুধবার তিনি চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন। বেইজিং আয়োজিত এ অনুষ্ঠানে রাশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ভারতের রাষ্ট্রপ্রধানসহ ২৬টি দেশের নেতারা উপস্থিত থাকবেন।

২০১১ সালের ডিসেম্বরে ক্ষমতা গ্রহণের পর থেকে কিম কখনো জাতিসংঘ অধিবেশন বা অন্য কোনো বৈশ্বিক সম্মেলনে অংশ নেননি। ২০০৬ সাল থেকে পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি 

সর্বশেষ সংবাদ

ডাকসু নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদগুলোতে নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। পাশাপাশি কোন...

এই বিভাগের অন্যান্য সংবাদ