spot_img

নিজের আসল নাম প্রকাশ করলেন ‘সাইয়ারা’র নায়ক

অবশ্যই পরুন

রোমান্টিক ঘরানার বলিউড ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর যেন ঝড় তুলেছে প্রেক্ষাগৃহে। অ্যাকশন সিনেমার ভিড়ে নবাগত জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার এই ছবি দর্শকের মন জয় করে নিয়েছে।

বক্স অফিসে চমৎকার সাড়া ফেলে দেওয়া এই জুটিকে ঘিরে এখন ভক্তদের আগ্রহ তুঙ্গে। অন্তর্জাল জুড়েও চলছে তুমুল আলোচনা। একের পর এক নতুন প্রস্তাব আসছে তাদের কাছে।

এরই মাঝে জানা গেল, সিনেমায় যিনি আহান পান্ডে নামে পরিচিত তার আসল নাম আদৌ ‘আহন’ নয়!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বিষয়টি খোলাসা করেছেন তিনি।

আহান বলেন, “আমার আসল নাম যশ। তবে ‘আহান’ নামেই আমি পরিচিত হচ্ছি পর্দায়।”

সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, তার এই আসল নাম ‘যশ’ মিলে গেছে তার প্রথম সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস-এর নামের সঙ্গে।

তিনি বলেন, “যশরাজ ফিল্মসে কাজ করাটা ছিল আমার স্বপ্ন। আজ যখন আমার প্রথম সিনেমাই ওখান থেকে প্রযোজিত হলো, তখন মনে হচ্ছে স্বপ্নটা সত্যি হয়েছে।”

চলচ্চিত্রে অভিষেকেই দর্শকের এমন ভালোবাসা পাওয়া যেকোনো অভিনয়শিল্পীর জন্য দারুণ পাওয়া। আর নাম নিয়েই যে এমন গল্প থাকতে পারে, সেটাও অনেকে ভাবেননি।

সর্বশেষ সংবাদ

অভ্যুত্থান পরবর্তী বৈষম্য বিরোধী চেতনা ধরে রাখার আহ্বান ড. দেবপ্রিয় ভট্টাচার্যের

জুলাই অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী যে চেতনা তৈরি হয়েছিল, তা ধরে রাখার আহ্বান জানিয়েছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একই সাথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ