spot_img

বাধ্যতামূলক কঠোর হিজাব আইন সমাজে সংঘাত তৈরি করতে পারে: মাসুদ পেজেশকিয়ান

অবশ্যই পরুন

ইরানে বাধ্যতামূলক কঠোর হিজাব আইন সমাজে সংঘাত তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

পেজেশকিয়ান বলেন, আমি বুঝেছিলাম এ আইন কার্যকর করলে সমাজে এমন এক সংঘাত ছড়িয়ে পড়তে পারে, যা আমার পক্ষে সামলানো সম্ভব হবে না। আর এমন কিছু করা উচিত না, যা দেশকে জাতীয় বিভেদের মুখে ঠেলে দিতে পারে। আমি হিজাবে বিশ্বাস করি, আমার পরিবারের সদস্যরাও সবাই বোরখা পরেন। কিন্তু তার মানে এই নয় যে কেউ যদি তা না পরে, তবে সে ভালো মানুষ নয়।

উল্লেখ্য, ইসলামি বিপ্লবের পর ১৯৮৩ সালে নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব আইন কার্যকর হয়। যা অমান্য করলে জরিমানা ও শাস্তির বিধান রয়েছে। প্রকাশ্যে সতর্কতার পাশাপাশি গ্রেফতারের আইনও রয়েছে।

২০২২ সালে হিজাব ইস্যুতে মাহশা আমিনির মৃত্যুর পর বিক্ষোভ-সহিংসতার জেরে হিজাব আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়। যদিও ২০২৩ সালে পার্লামেন্টে বিলটি পাস হলেও এখনও কার্যকর হয়নি।

সর্বশেষ সংবাদ

সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার...

এই বিভাগের অন্যান্য সংবাদ