spot_img

বিশ্ব শান্তিতে যৌথভাবে কাজ করবে জাতিসংঘ-চীন

অবশ্যই পরুন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার (৩০ আগস্ট) তিয়ানজিন বন্দরে শহরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, চীন সবসময়ই জাতিসংঘের একটি বিশ্বাসযোগ্য অংশীদার থাকবে।

শি জিনপিং বলেন, চীন জাতিসংঘের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক, আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার প্রতি সমর্থন জানাবে এবং বিশ্ব শান্তি রক্ষা ও উন্নয়ন ও সমৃদ্ধি এগিয়ে নেওয়ার দায়িত্ব যৌথভাবে বহন করবে। গুতেরেস সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) ২০২৫ সম্মেলনে অংশ নিতে চীনে এসেছেন।

শি আরও বলেন, এ বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদবিরোধী বিজয়ের ৮০তম বার্ষিকী এবং জাতিসংঘ প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি। ইতিহাস প্রমাণ করেছে বহুপাক্ষিকতা, সংহতি এবং সহযোগিতাই বৈশ্বিক চ্যালেঞ্জের সঠিক উত্তর।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতিসংঘের কর্তৃত্ব ও কার্যকারিতা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান শি, যেন এটি বিশ্বের দেশগুলোর জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং যৌথভাবে চ্যালেঞ্জ মোকাবিলার প্রধান মঞ্চ হিসেবে কাজ করতে পারে।

তিনি আরও বলেন, এক শতাব্দীর মধ্যে বৈশ্বিক সবচেয়ে গভীর পরিবর্তনের সময়ে চীন স্থিতিশীলতা ও নির্ভরযোগ্যতা প্রদান করেছে এবং তার নতুন উন্নয়নের মাধ্যমে বিশ্বকে নতুন সুযোগ এনে দিতে থাকবে।

জবাবে গুতেরেস বলেন, বহুপাক্ষিকতা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের কর্তৃত্ব বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। আন্তর্জাতিক শাসন কাঠামোর সংস্কার এখন অত্যন্ত জরুরি এবং জাতিসংঘের প্রাথমিক লক্ষ্য ও মূল্যবোধ পুনর্নবীকরণ করার এখনই সময় যেগুলো ৮০ বছর আগে প্রতিষ্ঠার সময় নির্ধারিত হয়েছিল।

চীনকে বহুপাক্ষিকতার রক্ষাকবচ হিসেবে অভিহিত করে গুতেরেস বলেন, জাতিসংঘ চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে চায়, যাতে বিশ্বে বহুমেরু কাঠামোকে উৎসাহিত করা যায়, উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব বাড়ানো যায় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে জাতিসংঘ আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

সূত্র: সিনহুয়া

সর্বশেষ সংবাদ

অমিতাভ বচ্চনকে ৬ কোটি টাকার গাড়ি উপহার দিয়ে চড় খান পরিচালক

বলিউডে অনেক সময় দেখা যায়, পরিচালকরা অভিনেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দামী উপহার দেন। এরকমই এক ঘটনা ঘটেছিল ২০০৭...

এই বিভাগের অন্যান্য সংবাদ