spot_img

নুরের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তার স্ত্রী

অবশ্যই পরুন

ঢাকা মেডিকেল কলেজের আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হয়েছে গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে। ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন স্বজন ও চিকিৎসকেরা।

আজ রোববার (৩১ আগস্ট) নুরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তার স্ত্রী মারিয়া আক্তার নুর।

গণমাধ্যমকে তিনি বলেন, ওর জ্ঞান ফিরেছে, তাকায় (তাকাতে পারে)। কিন্তু ওর যে শারীরিক অবস্থা… আগে বলেছিল ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু এখন বলা হচ্ছে ৭২ ঘণ্টা। অর্থাৎ, সে এখনো শঙ্কামুক্ত নয়।

নুরের জন্য দোয়া চেয়ে তার স্ত্রী আরও বলেন, ওর ওপর এতটা আঘাত করা হয়েছে যে মস্তিষ্ক, নাকে, চোয়ালে, মেরুদণ্ডে অভ্যন্তরীণ অনেক ক্ষতি হয়েছে। দেশবাসীর কাছি ওর জন্য দোয়া চাচ্ছি, যাতে আল্লাহ তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেন। এছাড়া চিকিৎসার জন্য বাইরে নেওয়ার ব্যবস্থা যাতে করা হয়।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ