মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন কোয়াড সম্মেলনে অংশ নিতে ভারতে সফরের পরিকল্পনা বাতিল করেছেন। এমন এক সময়ে তিনি এ সিদ্ধান্ত জানালেন যখন ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। শনিবার (৩০ আগস্ট) নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
দুই দেশের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে, কারণ এই সপ্তাহে বহু ভারতীয় রপ্তানিপণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে ভারতের রাশিয়ার কাছ থেকে ব্যাপক হারে তেল কেনার প্রতিক্রিয়ায়, যা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার ওয়াশিংটনের কৌশলের অংশ।
দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষাপটে নিউইয়র্ক টাইমস শনিবার জানায় যে, এই সম্পর্কের অবনতি শুরু হয়েছিল ১৭ জুন এক ফোনকলের পর থেকে।
নিউইয়র্ক টাইমস লিখেছে, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলার পর তিনি এই বছরের শেষ দিকে কোয়াড সম্মেলনের জন্য ভারত সফর করবেন বলে জানানো হয়। কিস্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এখন আর শরতে ভারত সফরের কোনো পরিকল্পনা নেই। প্রেসিডেন্টের সময়সূচির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে এমনটাই জানা গেছে।”
পত্রিকাটি আরও জানায়, ওয়াশিংটন ও নয়াদিল্লির এক ডজনের বেশি সূত্রের সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে এ তথ্য উঠে এসেছে।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন