spot_img

টি২০ বিশ্বকাপে ধোনিকে চায় ভারত

অবশ্যই পরুন

টি২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। সেই শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে বড় এক উদ্যোগ নিতে চাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। পুনরায় মহেন্দ্র সিং ধোনিকে দলে যুক্ত করতে চাচ্ছে তারা।

টি২০ বিশ্বকাপে ধোনিকে মেন্টর করতে চায় বলে জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক এক ওয়েবসাইট ‘ক্রিক ব্লগার’।

ভারতের সফলতম অধিনায়ককে নাকি প্রস্তাবও দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে তারা প্রতিবেদনে লিখেছে, ‘ভারতীয় ক্রিকেটের মেন্টর হিসেবে ধোনিকে আবারও প্রস্তাব দেওয়া হয়েছে।’

৪৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটারকে চায় ভারত। এবার আগের থেকে আরও বড় পরিসরে। শুধু জাতীয় দলে নয়, সিনিয়র, জুনিয়র এবং নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মেন্টরের দায়িত্ব দিতে চায়। আইপিএলে এখনো খেলা ধোনি আবারও মেন্টর হবেন কিনা সেটা অবশ্য এখনো জানা যায়নি।

588

যদিও সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হতে এখনো ৫ মাস বাকি রয়েছে। তবে সেই সূত্র জানিয়েছে, গৌতম গম্ভীর কোচ হওয়ায় আগ্রহ নাও প্রকাশ করতে পারেন। কেননা একসঙ্গে খেলার সময় দুজনের মধ্যে সম্পর্ক উষ্ণ ছিলো না বলে সে সময় নানা গুঞ্জন শোনা গেছে।

বিভিন্ন সময় অবশ্য কথা বলে এসব গুঞ্জনকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন গম্ভীর। ২০২১ টি২০ বিশ্বকাপের সময় যখন ধোনি মেন্টর হন তখন কোচ ছিলেন রবি শাস্ত্রী।

উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ধোনি। অবসরের পরের বছরেই ২০২১ টি২০ বিশ্বকাপের মেন্টর হিসেবে দলে যোগ দেন তিনি।

সর্বশেষ সংবাদ

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি পেন্টাগনের

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ