spot_img

দীপিকাকে খুশি রাখতে যা করেন রণবীর

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। পর্দায় কিংবা বাস্তব জীবনে স্ত্রীকে ভালোবাসার প্রকাশ করতে দ্বিধা করেন না রণবীর। কখনও স্ত্রীকে ‘ঘরের লক্ষ্মী’ বলে সম্বোধন করেছেন কখনও আবার সাক্ষাৎকারে বলেছেন, দীপিকাকে হাসাতে পারাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্প্রতি এক জনপ্রিয় চ্যাট শো কফি উইথ করণে এসে রণবীর জানিয়েছেন, স্ত্রীর মুখে হাসি ফোটাতে তিনি একটি বিশেষ কাজ নিয়মিত করেন। ছবিশিকারিরা ক্যামেরা তাক করলে দীপিকার কানে কানে কিছু বলেন রণবীর। অভিনেতার সেই কথাতেই মুচকি হেসে ওঠেন দীপিকা। শুধু তাই নয়, অনেক সময় ছবিশিকারিদের ডাক বা মন্তব্য বুঝতে না পারলে রণবীরই কানে কানে সব বুঝিয়ে দেন স্ত্রীকে। আর তখনই দীপিকার ঠোঁটে লেগে যায় সেই অনন্য হাসি, যা অনুরাগীদের কাছে যেন জাদুর মতো।

রণবীর বলেন, আমি শুধু চাই ও হাসুক। শুধু ছবিশিকারিদের সামনে নয়, জীবনে প্রতিদিন এই হাসি যেন থেকে যায়। ওকে হাসানোর জন্যই আমি কানে কানে কিছু বলি।

গোলিয়োঁ কি রাসলীলা রাম লীলা, বাজিরাও মস্তানি থেকে শুরু করে ‘৮৩’ বিভিন্ন ছবিতে এই পাওয়ার কাপলের অনস্ক্রিন রসায়নে যেমন মুগ্ধ দর্শক, তেমনই অফস্ক্রিনেও তাঁদের প্রেমের মুহূর্ত ভরিয়ে রাখে অনুরাগীদের হৃদয়।

সর্বশেষ সংবাদ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ