spot_img

জাপা-গণঅধিকার পরিষদের সংঘর্ষ, নুরসহ আহত বেশ কয়েকজন

অবশ্যই পরুন

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েক জন আহত হয়েছেন।মোতায়েন আছে সেনা ও পুলিশ ।

শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত নুরকে তাকে কাকরাইলের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল কাকরাইল হয়ে যাওয়ার সময় জাপার নেতা–কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। প্রায় আধঘণ্টা উত্তেজনা চলার পর সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

গণঅধিকার পরিষদের দাবি, হঠাৎ করেই জাপার কার্যালয় থেকে তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

তবে জাপা বলছে, গণঅধিকার পরিষদই আগে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের কারণে একপর্যায়ে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে আবারও স্বাভাবিক হয় যান চলাচল।

সর্বশেষ সংবাদ

প্রাপ্তবয়স্কদের সাইটে নিজের ‘আকর্ষণীয় ছবি’ দেখে চটলেন ইতালির প্রধানমন্ত্রী

প্রাপ্তবয়স্কদের একটি সাইটে নিজের এবং আরও কয়েকজন নারীর ছবি প্রকাশ পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপের দেশ ইতালির প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ