spot_img

গাজার দুর্ভিক্ষ ঘোষণা এক সপ্তাহ পরও ত্রাণ প্রবাহে নেই কোনো অগ্রগতি

অবশ্যই পরুন

গাজার কিছু এলাকায় বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা এক সপ্তাহ আগে দুর্ভিক্ষ ঘোষণা করলেও এ পর্যন্ত ত্রাণ প্রবাহে কোনো উল্লেখযোগ্য বৃদ্ধি হয়নি বলে জানিয়েছেন এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়া।

তিনি বলেন, ‘গাজার দুর্ভিক্ষ পরিস্থিতিতে কোনো উন্নতি হয়নি। গাজার বিভিন্ন শহরে এমন কোনো কার্যকর প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না যা এই সংকট সমাধানে সাহায্য করতে পারে। আমরা আশা করেছিলাম আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকবে অবরোধ তুলে নেয়ার জন্য এবং কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’

শাওয়া আরও জানান, গত শুক্রবার (২২ আগস্ট) গাজা গভর্নরেটে দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে নতুন করে আরও কিছু মানুষ অনাহারে মারা গেছেন এবং অনেকে মারাত্মক পুষ্টিহীনতায় ভুগতে শুরু করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, গাজায় যে পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা এখনো ‘খুবই সীমিত’, যা পুরো জনসংখ্যার চাহিদার মাত্র প্রায় ১০ শতাংশ পূরণ করতে সক্ষম।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

প্রাপ্তবয়স্কদের সাইটে নিজের ‘আকর্ষণীয় ছবি’ দেখে চটলেন ইতালির প্রধানমন্ত্রী

প্রাপ্তবয়স্কদের একটি সাইটে নিজের এবং আরও কয়েকজন নারীর ছবি প্রকাশ পাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউরোপের দেশ ইতালির প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ