spot_img

বিএসসি-ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় এবার ওয়ার্কিং গ্রুপ গঠন

অবশ্যই পরুন

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের দাবি পর্যালোচনায় এবার ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হলো। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামকে এই ওয়ার্কিং গ্রুপের প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে এ তথ্য জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

যেসব সরকারি সংস্থা প্রকৌশলীদের নিয়োগ দেয়, সেসব সংস্থার প্রধানকে ওয়ার্কিং গ্রুপে অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে, প্রকৌশলী শিক্ষার্থীদের দাবির বিষয়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানকে সভাপতি করে গতকাল বুধবার আট সদস্যের একটি কমিটি গঠন করে সরকার।

ওই কমিটি সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ প্রথম বৈঠক করেছে। সভা শেষে কমিটিরই সদস্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের এই সমস্যা নতুন নয়। বহুদিন আগের সমস্যা এটা। এ সমস্যার সমাধান করতে গেলে সবার সঙ্গে বৈঠক করতে হবে, কথা বলতে হবে। এ কারণে ১৪ সদস্যের একটা ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। তারা বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারী ব্যক্তিদের কথা শুনবেন।

প্রসঙ্গত, বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা তিন দফা এবং ডিপ্লোমা ডিগ্রিধারী ব্যক্তিরা সাত দফা দাবিতে আন্দোলন করছেন। তাদের দাবিগুলোর প্রেক্ষিতেই গঠন করা হলো একাধিক কমিটি।

সর্বশেষ সংবাদ

জার্সিতে নাম পাল্টালেন হালান্ড

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবার জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনলেন নিজের নামের অক্ষরে। নরওয়ের জার্সিতে আর শুধু...

এই বিভাগের অন্যান্য সংবাদ