spot_img

অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং, হঠাৎ চিৎকার করে বেরিয়ে যান ঐশ্বরিয়া

অবশ্যই পরুন

শ্যুটিং করতে গিয়ে অনেক সময় অভিনেতা অভিনেত্রীদের বিভিন্ন পরিস্থিতিতে পড়তে হয়। কখনো সেটা হয় হাস্যকর কখনো কষ্টের আর কখনোবা লজ্জার ও অস্বস্তিকর। এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন সাবেক মিস ইউনিভার্স ও জনপ্রিয় নায়িকা ঐশ্বরিয়া রায়। ঘটনাটি ঘটে অনিল কাপুরের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুটিং সেটে। সেসময় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে চাননি বলে রুম থেকে বেরিয়ে যান অভিনেত্রী।

এটি ২০০০ সালের কথা। তখন বক্স অফিসে মুক্তি পেয়েছিল সুপারহিট ছবি ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, যেখানে অভিনয় করেছিলেন অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনালি বেন্দ্রে। ঐশ্বরিয়া তখন নতুনত্বের ধাপ অতিক্রম করছিলেন, বলিউডে তার সাফল্য এখনও স্থায়ী হয়নি। যদিও ‘তাল’ ছবিতে তার অভিনয় প্রশংসা কুড়িয়েছিল।

ঠিক তখনই পরিচালক সতীশ কৌশিক নতুন ছবির জন্য নায়িকা খুঁজছিলেন। অনিল কাপুর তখন সতীশকে ঐশ্বরিয়াকে নিতে প্রস্তাব দেন। প্রথমে সতীশ রাজি ছিলেন না, কিন্তু অনিলের পরামর্শে তিনি ছবিতে ঐশ্বরিয়াকে চুক্তিবদ্ধ করেন।

কিন্তু শুটিং ফ্লোরে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

শ্যুট হচ্ছিল বিছানায় শয্যার একটি ঘনিষ্ঠ দৃশ্যের। তখন বিছানায় শুয়ে ছিলেন অনিল ও ঐশ্বরিয়া। আর ক্যামেরা ঘুরছিল চারদিকে। “অ্যাকশন” শব্দেই অনিল ঐশ্বরিয়াকে কাছে টানেন এবং চুম্বনের দৃশ্যে এগোন। হঠাৎ ঐশ্বরিয়া চিৎকার করে ওঠেন এবং গট গট করে মেকআপ রুমে চলে যান।

সেই সময় বিনোদনমূলক ম্যাগাজিনে প্রকাশিত এক খবরে বলিপাড়ায় ঝড় ওঠে।

পরে জানা যায়, অনিলের সঙ্গে সেই শয্যা দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিতে পড়েছিলেন ঐশ্বরিয়া। ক্যামেরার সামনেই চিৎকার করে উঠেছিলেন তিনি। ঐশ্বরিয়া শয্যা দৃশ্যে অভিনয় করতে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন। যদিও পরে অনুরোধ অনুযায়ী, সেই দৃশ্য শুটিং থেকে বাদ দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

বিএনপির প্রাথমিক সদস্যপদ নিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ

বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ