spot_img

ম্যান ইউ ছেড়ে চেলসির পথে আর্জেন্টাইন ফরোয়ার্ড

অবশ্যই পরুন

ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো খুব শিগগিরই চেলসিতে যোগ দিতে যাচ্ছেন। ৪০ মিলিয়ন পাউন্ড মূল্যের একটি চুক্তি সম্পন্ন হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে বলে জানা গেছে।

গত মে মাসে ইউরোপা লিগ ফাইনালের পর কোচ রুবেন আমোরিমের সঙ্গে মতবিরোধে জড়িয়ে ২১ বছর বয়সী গারনাচোর ম্যান ইউ ক্যারিয়ার অনিশ্চয়তার মধ্যে পড়ে। এর পর থেকেই তিনি মূল দল থেকে বাদ পড়েন এবং চলতি মৌসুমে এখনো কোনো ম্যাচে মাঠে নামেননি।

তবে তার সেই দুঃসময় কাটতে চলেছে। কারণ চেলসি তার জন্য একটি বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে যা ইউনাইটেড শিগগিরই গ্রহণ করতে পারে বলে আশা করা হচ্ছে। আগামী সোমবারের মধ্যেই চুক্তি সম্পন্ন হতে পারে বলে সূত্র জানায়।

চলতি ট্রান্সফার উইন্ডোতে ম্যাথিউস কুনহা, ব্রায়ান এমবেউমো ও বেঞ্জামিন সেসকো আসায় ইউনাইটেডে গারনাচোর ভূমিকা কমে যায়। ফলে তিনি মূলত অব্যবহৃত খেলোয়াড়ে পরিণত হন।

এদিকে গারনাচোর চেলসিতে যোগ দিলে ক্লাবটি থেকে নিকোলাস জ্যাকসন ও ক্রিস্টোফার এনকুনকুর বিদায়ের পথ খুলে যেতে পারে।

জ্যাকসন ইতোমধ্যে বায়ার্ন মিউনিখের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে পৌঁছেছেন এবং একটি ধারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, এনকুনকুকে অ্যাস্টন ভিলা, নিউক্যাসল ও বায়ার্ন মিউনিখের সঙ্গে যুক্ত করা হয়েছে সাম্প্রতিক গুঞ্জনে।

সূত্র: দ্য সান

সর্বশেষ সংবাদ

জার্সিতে নাম পাল্টালেন হালান্ড

ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড এবার জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনলেন নিজের নামের অক্ষরে। নরওয়ের জার্সিতে আর শুধু...

এই বিভাগের অন্যান্য সংবাদ