spot_img

কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই ম্যানইউর বিদায়

অবশ্যই পরুন

কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বুধবার (২৭ আগস্ট) লিগ ফোরের (চতুর্থ সারির লিগ) দল গ্রিমসবাই টাউনের কাছে টাইব্রেকারে ১২-১১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে রুবেন আমোরিমের দল। পুরো ম্যাচ মিলিয়ে গোল হয়েছে ২৭টি।

ঘরের মাঠে শুরু থেকেই ইউনাইটেডের চোখে চোখ রেখে খেলে গ্রিমসবি। প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় দলটি। ২২ মিনিটে চার্লস ভেরনাম এবং ৩০ মিনিটে টাইরেল ওয়ারেনের গোলে লিড পেয়ে যায় গ্রিমসবি।

ম্যাচের বড় একটা সময় পিছিয়ে থাকলেও শেষ দিকে হঠাৎ ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় রেড ডেভিলরা। ৭৫ মিনিটে এমবুয়েমোর গোলে সমতায় ফেরে ম্যান ইউ। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে আমোরিমের দলকে সমতায় ফেরান হ্যারি মাগুয়ের।

এতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। দীর্ঘ টাইব্রেকারে ইউনাইটেডের হয়ে এমবুয়েমো’র শেষ শটটি লক্ষ্যভ্রষ্ট হলে হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

সর্বশেষ সংবাদ

চীনের এইচকিউ-৯বি দিয়ে এবার ইসরায়েলকে শিক্ষা দেবে মিসর!

মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ভয়ংকর সব আক্রমণের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এশিয়ার পরাশক্তি চীনের তৈরি এইচকিউ-৯বি দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন...

এই বিভাগের অন্যান্য সংবাদ