spot_img

ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত সৌদি মন্ত্রিসভার

অবশ্যই পরুন

সৌদি আরবের মন্ত্রিসভা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বাদশাহ সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জেদ্দায় আয়োজিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফলকে সমর্থন জানানো হয়।

সৌদি প্রেস এজেন্সি জানায়, মন্ত্রিসভা আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অবিলম্বে হস্তক্ষেপ করে সহিংসতা বন্ধ ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছে।

এ ছাড়াও বৈঠকে সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এর মধ্যে রয়েছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপ।

মন্ত্রিসভা আরও আলোচনা করে মিশরের প্রেসিডেন্ট সিসির পাঠানো বার্তা, যা রিয়াদ-কায়রো দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে ছিল।

সূত্র: আরব নিউজ 

সর্বশেষ সংবাদ

আবারও ফিফার নিষেধাজ্ঞার হুমকিতে ভারত

তিন বছরে দ্বিতীয়বার ফিফার নিষেধাজ্ঞা পেতে পারে ভারতীয় ফুটবল। এরই মধ্যে ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসির) পক্ষ থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ