গাজার একটি হাসপাতালে ইসরায়েলের পরপর দুটি হামলায় পাঁচ সাংবাদিক কয়েকজন চিকিৎসাকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সেই হামলায় প্রাণ হারান ফিলিস্তিনি সাংবাদিক মরিয়ম আবু দাক্কা। মৃত্যু যেকোনো সময় আসবে ভেবে একমাত্র ছেলে গাইথের জন্য একটি চিঠি লিখে গিয়েছিলেন তিনি। চিঠিতে আবু দাক্কা লেখেন,
প্রিয় গাইথ,
আমি চাই তুমি আমার জন্য প্রার্থনা করবে। আমার মৃত্যুর কারণে কেঁদো না, যেন আমি সুখী হতে পারি। আমি সবকিছু করেছি যাতে তুমি সুখী, নিরাপদ এবং সুস্থ থেকো। আমি চাই তুমি একজন প্রতিভাবান ব্যবসায়ী হয়ে ওঠো। যখন তুমি বড় হবে, বিয়ে করবে এবং একটি কন্যা সন্তানের বাবা হবে, তাকে আমার নামে ’মারিয়ম’ নামকরণ করবে।
তুমি আমার ভালোবাসা, আমার হৃদয়, আমার আত্মা। আমার জন্য দোয়া করো।
তোমার মা
মারিয়ম
উল্লেখ্য, সোমবার (২৫ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় মোট পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনই নিহত হন দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে।
নিহতদের মধ্যে মরিয়ম আবু দাক্কাও ছিলেন, যিনি ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিয়া ও অ্যাসোসিয়েটেড প্রেসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে ফটোসাংবাদিক হিসেবে কাজ করতেন। এছাড়াও রয়টার্সের সাংবাদিক হুসাম আল-মাসরি ছিলেন।
সূত্র: আল জাজিরা।