spot_img

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় অভিযোগ

অবশ্যই পরুন

বলিউড বাদশা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন এবং হুন্দাই-এর ছয় কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। রাজস্থানের ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং নামে এক ব্যক্তি প্রতারণার অভিযোগটি দায়ের করেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দ বাজারে উঠে এসেছে এ তথ্য।

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে কেন অভিযোগ? স্থানীয় এক বাসিন্দা এই অভিযোগ করেছেন। তার দাবি, ওই নির্দিষ্ট গাড়িটি তিনি ২০২২ সালে কিনেছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যেই গাড়িতে বড় রকমের গোলমাল নজরে পড়ে তার। বার বার সহায়তা চেয়েও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। গত বছর বিনোদনমূলক বিজ্ঞাপনের বিষয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দেয়। কোনও নামী সংস্থার তৈরি জিনিসে খুঁত বেরোলে, তার দায় নিতে হতে পারে সেই সংস্থার হয়ে যে তারকা প্রচার করছেন তাকেও। এমন সময়েই, এই ঘটনা ঘটল।

অভিযোগ অনুযায়ী, ভরতপুরের বাসিন্দা কীর্তি সিংহ, হরিয়ানার সোনিপত থেকে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকা দিয়ে ওই গাড়ি কেনেন ২০২২ সালের জুন মাসে। মাত্র ৬-৭ মাস ব্যবহারের পরেই, একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা দিতে থাকে বলে দাবি অভিযোগকারীর। দ্রুত গতিতে চালালে বিকট শব্দ, গাড়ি কাঁপার মতো সমস্যা হতে থাকে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি। সংস্থার কাছে গিয়ে সাহায্য চাইলে, গাড়ি তৈরির ত্রুটি বলে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। কীর্তি প্রথমে বিষয়টি ভরতপুরের সিজেএম কোর্ট নং ২-এ নিয়ে যান। কিন্তু আদালত মথুরা গেট থানাকে একাধিক ধারায় এফআইআর করতে নির্দেশ দেয়। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

এই সংস্থার সঙ্গে ১৯৯৮ থেকে যুক্ত কিং খান। বলাই বাহুল্য, এই সংস্থার অন্যতম জনপ্রিয় মুখ তিনি। ২০২৩ সালের ডিসেম্বরে এই সংস্থার সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন ‘পাঠান’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গত বছর, সংস্থার একটি বিজ্ঞাপনে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। এই অভিযোগের বিষয়ে এখনও তারকাদ্বয়ের তরফে কোনও বক্তব্য প্রকাশ করা হয়নি।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ