spot_img

গাজায় লাইভ চলাকালে ইসরায়েলি হামলায় রয়টার্সের সাংবাদিক নিহত

অবশ্যই পরুন

গাজার নাসের হাসপাতালের সামনে সরাসরি ভিডিও সম্প্রচারের সময় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের ভিডিওগ্রাফার হুসাম আল-মাসরি। স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) এ ঘটনা ঘটে। তিনি যুদ্ধবিধ্বস্ত গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগের খবর প্রচার করে আসছিলেন।

৪৯ বছর বয়সী মাসরি একজন অভিজ্ঞ ক্যামেরাম্যান ছিলেন। তার সহকর্মীরা জানিয়েছেন, চরম প্রতিকূল পরিস্থিতিতেও তার ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সাহসী কাজ তাকে গাজার সাংবাদিকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছিল। হুসাম নিজে একটি তাঁবুতে বসবাস করতেন এবং পরিবারের জন্য খাবার জোগাড় করতেও তাকে কঠিন সংগ্রাম করতে হতো।

দক্ষিণ গাজার খান ইউনিসে হুসামের ভাই এজেলদিন আল-মাসরি তার ব্যবহৃত সরঞ্জামগুলো হাতে ধরে আছেন, যা থেকে বোঝা যায় তিনি ঠিক কতটা ঝুঁকির মধ্যে কাজ করছিলেন। রয়টার্সের এই অভিজ্ঞ সাংবাদিকের মৃত্যু যুদ্ধের ভয়াবহতা এবং গাজার সাংবাদিকদের জীবনের ঝুঁকি আবারও সামনে এনেছে।

সূত্র: রয়টার্স।

সর্বশেষ সংবাদ

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল কলকাতাও

ঢাকায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার সময় কলকাতা ও পশ্চিমবঙ্গেরও বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভারতের স্থানীয় সময় শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ