spot_img

রাজনৈতিক দলগুলো সংস্কারে কর্ণপাত না করলে মাশুল দিতে হবে: বদিউল আলম মজুমদার

অবশ্যই পরুন

রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তবে এর মাশুল তাদেরই দিতে হবে। এমনকি শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে। এমনটাই মনে করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর সিরডাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ মানুষ বলেছে তারা দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭ শতাংশ। প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকার সাথে একমত ৮৯ শতাংশ।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বিদেশ থেকে মাংস আমদানির খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) মন্ত্রণালয় এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ