spot_img

নিউইয়র্ক কনস্যুলেটে আ. লীগের হামলা-ভাংচুর, দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চিঠি

অবশ্যই পরুন

নিউইয়র্ক কনস্যুলেট অফিসে অন্তর্বর্তী সরকারের তথ‍্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের মতবিনিময় সভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ এবং ভবনের মূল দরজা ভাংচুরের ঘটনায় আইনি পদক্ষেপ নিতে নিউইয়র্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কনস্যুলেট জেনারেল।

স্থানীয় সময় সোমবার (২৫ আগস্ট) কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে ইতোমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি দেয়া হয়েছে।

এই ন্যাক্কারজনক ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতোমধ্যে পুলিশকে দেয়া হয়েছে এবং তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সংঘটিত ঘটনার বিষয়ে মিশনের পক্ষ থেকে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে একটি মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সামনে অবস্থান নেয়। তারা প্রধান অতিথিকে হেনস্তা ও জীবননাশের উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকাসহ কনস্যুলেট জেনারেলের চারদিকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করে। একপর্যায়ে তারা অনুষ্ঠানে আগত অতিথিদের ধাওয়া দিয়ে ডিম নিক্ষেপ করে এবং ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রবেশপথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের (একই ভবনের) কাঁচের দরজায় আঘাত করে, যার প্রেক্ষিতে ওই দরজায় ফাটল ধরে। পুলিশ দুষ্কৃতিকারীদের এই ধরণের ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে।

তবে অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধান অতিথি যথাসময়ে কনস্যুলেট জেনারেলে গাড়িযোগে প্রবেশের জন্য নির্ধারিত পথে নির্বিঘ্নে অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং মতবিনিময় সভা ও নৈশভোজ শেষে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই নির্ধারিত গাড়িযোগে তার গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি চলে যাওয়ার পর পুলিশও অনুষ্ঠানস্থল ত্যাগ করে।

সর্বশেষ সংবাদ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক...

এই বিভাগের অন্যান্য সংবাদ