spot_img

ভিনিসিয়ুসকে একাদশে না রাখার কারণ জানালেন কোচ

অবশ্যই পরুন

লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২৪ আগস্ট) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে ওভেইদোকে ৩-০ গোলে হারিয়ে ছন্দে ফিরেছে শাবি আলোনসোর দল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের পর বদলি হিসেবে নেমে তৃতীয় গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে আলোচনার কেন্দ্রে ছিল ভিনিসিয়ুসকে শুরুর একাদশে না রাখা।

এই ম্যাচে ভিনিকে বেঞ্চে রেখে শুরুর একাদশে জায়গা পান রদ্রিগো, যিনি সাম্প্রতিক সময়টায় ক্লাব ছাড়ার গুঞ্জনে আছেন। তার বদলে ভিনিসিয়ুসকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের মুখে পড়েন কোচ শাবি আলোনসো। তবে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে খোলাখুলি ব্যাখ্যা দিয়েছেন এই স্প্যানিশ কোচ।

শাবি ভিনিসিয়ুসকে একাদশে না রাখার বিষয়ে শাবি বলেন, ‘প্রত্যেকেই আলাদা এবং সম্মানের দাবিদার, সম্পর্কও ভিন্ন রকম। ফুটবলে সিদ্ধান্ত সবসময় দলকে ঘিরে নেওয়া হয়; বিষয়টি বুঝতে হবে, আর আজ সেটাই ঘটেছে। প্রতিটি ম্যাচে বদলির সিদ্ধান্ত নির্ভর করে আমাদের প্রয়োজন, কাজের চাপ এবং প্রতিপক্ষের ওপর।’

তিনি আরও বলেন, ‘আমি আগামী মাস নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যে তারা নিজেদের জরুরি মনে করে, প্রস্তুত থাকে এবং পরের ম্যাচের জন্য তৈরি থাকে। দল হিসেবে স্থিতিশীল পারফরম্যান্স ধরে রাখা জরুরি। আজকের ম্যাচ দেখিয়েছে আমরা এগোচ্ছি। মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে খেলার পর যেমন উন্নতি করেছি, আজও সেরকম করেছি, এবং আমরা চাই এভাবে চলতে।’

রিয়ালের সামনে লিগ, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগের ব্যস্ত সূচি। ফলে রোটেশন নীতিতে অটল থাকার বার্তা দিয়েছেন শাবি। ভিনিসিয়ুসের মতো তারকাকে বেঞ্চে রাখা সেই রোটেশনেরই অংশ বলে জানিয়েছেন তিনি।

এই ম্যাচে সুযোগ পেয়েছেন তরুণ ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও। তার পারফরম্যান্সে সন্তুষ্ট কোচিং স্টাফ। তরুণরাও এখন আশায় রয়েছেন, এমন পারফরম্যান্স দিয়ে নিয়মিত একাদশে জায়গা করে নেওয়ার।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে গোল পার্থক্যে ভিয়ারিয়াল ও বার্সেলোনার পেছনে থেকে বর্তমানে তৃতীয় স্থানে আছে দলটি।

সর্বশেষ সংবাদ

দেশে দারিদ্র্য বেড়ে দাঁড়িয়েছে ২৮ শতাংশে

তিন বছরের ব্যবধানে দেশে দারিদ্র্য বেড়েছে ১০ শতাংশের মতো। দেশে এখন দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ। ২০২২...

এই বিভাগের অন্যান্য সংবাদ