ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ। রোববার (২৪ আগস্ট) বেঞ্জামিন বনজির বিরুদ্ধে পাঁচ সেটের লড়াই করেও হারতে হল তাকে। সেটের ফল যথাক্রমে ৩-৬, ৫-৭, ৭(৫)-৬, ৬-০, ৪-৬।
এমনকি ম্যাচ শেষে মাথা নিচু করে কাঁদতেও দেখা গিয়েছে ২০২১ সালের যুক্তরাষ্ট্র ওপেন জয়ী টেনিস খেলোয়াড়কে।
The reaction from Benjamin Bonzi after his five-set win 😤 pic.twitter.com/UwpNFLF3NW
— US Open Tennis (@usopen) August 25, 2025
এ নিয়ে টানা তিন আসরে গ্র্যান্ড স্ল্যামে প্রথম রাউন্ডেই বিদায় নিতে হলো মেদভেদেভেকে। গত মে মাসে ফরাসি ওপেন ও জুনে উইম্বলডনেও প্রথম রাউন্ডে একইভাবে বিদায় নেন তিনি।
হারের পাশাপাশি ম্যাচে বিতর্কেও জড়ান মেদভেদেভ। চেয়ার আম্পায়ারের সিদ্ধান্ত অমান্য করে জড়িয়ে পড়েন তর্কে। ৬ মিনিটের মতো বন্ধ থাকে খেলা।
এদিকে, রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে শুরুটা খারাপ হয়নি নোভাক জোকোভিচের। প্রথম রাউন্ডে জিতলেও শারীরিক ফিটনেস নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন এই সার্বিয়ান। তার আশঙ্কা ফিটনেসের অভাব তাকে ভোগাতে পারে।