spot_img

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৪১২ জন এডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত তিনজন মারা গেছেন। মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ, একজন নারী।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে চারজন ও রাজশাহী বিভাগে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৪৪ জন।

সর্বশেষ সংবাদ

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের হার

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। আইরিশদের দেয়া ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৪২ রানেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ