সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, এনজিওদের ভেতরে অনেক অনিয়ম আছে, ওই জায়গা থেকে বেরিয়ে একটা ভালো জায়গায় আসতে হবে। কীভাবে আমরা দুর্নীতির বাহিরে আসতে পারি সেটা দেখতে হবে। সরকারি জায়গা থেকে একটা জায়গা পর্যন্ত আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের সকলকে একটা পথ খুঁজতে হবে, যাতে আমরা যোগ্য মানুষকে আনতে পারি, যোগ্য এনজিও আনতে পারি, তাদের সাথে রাষ্ট্র-প্রতিষ্ঠান কাজ করতে পারে।
তিনি বলেন, এটা যেন আমরা ভুলে না যাই আমরা ক্ষমতায় বসি না, আমরা মহান দায়িত্ব পালনের জন্য আসি, এটা ক্ষণিকের আজ আছি কাল চলে যাব। বিদায় যখন হব মাথা উঁচু করে বিদায় নেব। দেশবাসী জানবে যে আপ্রাণ চেষ্টা হয়েছে, দেশের অনেক সীমাবদ্ধতা আছে। ১৬ বছরের অপশাসন দেড় বছরে বা এক বছরের একটা সরকার কী শুধরে দিতে পারে। মানুষ অনেক কিছু প্রত্যাশা করে।
তিনি সোমবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে প্রকল্প উদ্বোধনী সভায় কথাগুলো বলেন।
লাইট হাউস-নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্প সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
অনুষ্ঠানে পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন বগুড়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. সামছুদ্দিন ফিরোজ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, লাইট হাউস এর প্রধান নির্বাহী হারুন উর রশীদ সহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন।