ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ দল। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
সিরিজকে সামনে রেখে সোমবার (২৫ আগস্ট) সকালেও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে পূর্ণাঙ্গ অনুশীলন সেশন। সকাল ৯টা থেকেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুশীলনে নামেন সাইফুদ্দিন, নাহিদ রানা, তানজিন সাকিব ও পারভেজ হোসেন ইমনসহ জাতীয় দলের কয়েকজন তরুণ ক্রিকেটার।
ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন নতুন বলে ব্যাটিং অনুশীলন করেন পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদের বিপক্ষে। পুরো সেশন তত্ত্বাবধান করেন প্রধান কোচ ফিল সিমন্স।
নেদারল্যান্ডস ২৬ আগস্ট ঢাকায় আসবে। ২৭ আগস্ট থেকে সিলেটে অনুশীলন কথা তাদের। আর ২০ আগস্ট থেকে সিলেটে অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের মতে, এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের আগে এই সিরিজটাই হবে সেরা প্রস্তুতি।
এখন পর্যন্ত দুই দল পাঁচটি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ, একটি জিতেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে সহজ জয় পেলেও এরপর প্রতিবারই লড়াই করে জিততে হয়েছে টাইগারদের। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা।
দেশের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারালেও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটা কঠিন হবে বাংলাদেশের। তাই ফিটনেস, টেকনিক, পাওয়ার হিটিং ও মানসিক দৃঢ়তা—সবকিছুর দিকেই সমান গুরুত্ব দিচ্ছে ক্রিকেটাররা। যদিও সিলেটে কয়েকদিনের বৃষ্টিতে প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটেছে।
অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে নিজেদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছে নেদারল্যান্ডস।