ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান জানিয়েছেন, গাজায় থাকা বাকি জিম্মিদের মুক্তি নিয়ে একটি সমঝোতা চুক্তি ‘টেবিলে রয়েছে’, এবং এখন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে—এমন দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
আইডিএফ (ইসরায়েল ডিফেন্স ফোর্স) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন,
‘ইসরায়েলি সামরিক বাহিনী এমন পরিস্থিতি তৈরি করেছে যেখানে একটি চুক্তি সম্ভব,’ এবং এখন সেটা বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা যুদ্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাব দেয়। সেই প্রস্তাবটি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গ্রহণ করেছে। তবে, এরপরও গাজায় আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে নেতানিয়াহু।
উল্লেখ্য, ইসরায়েলি জিম্মিদের পরিবারের সদস্যদের বিক্ষোভের কারণে বেশ চাপে রয়েছে নেতানিয়াহু সরকার। তারা যুদ্ধের অবসান এবং জিম্মিদের মুক্তির দাবি জানিয়ে নেতানিয়াহু সরকারের মন্ত্রীদের বাড়ির সামনে বিক্ষোভ আয়োজন করে।
সূত্র: আল জাজিরা।