spot_img

বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে প্রয়োজন বড় বিনিয়োগ: সিপিডি

অবশ্যই পরুন

বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্য অর্জনে বিশাল বিনিয়োগের প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ— সিপিডি।

রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইন-এ ‘এনডিসি ৩.০: ভবিষ্যৎ টার্গেট’ শীর্ষক আলোচনাসভায় এ তথ্য জানানো হয়।

সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে দেশে বিদ্যুতের চাহিদা দাঁড়াবে প্রায় ৩০ হাজার মেগাওয়াট। চাহিদা মেটাতে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ৩০ শতাংশ সরবরাহ নিশ্চিত করতে প্রায় ৩৫ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন বিদ্যুৎকেন্দ্র বসাতে হবে।

এ লক্ষ্য পূরণে বিনিয়োগ প্রয়োজন ৩৫ থেকে ৪২ বিলিয়ন ডলার। সৌর ও বায়ুশক্তি হবে নবায়নযোগ্য বিদ্যুতের প্রধান উৎস।

সিপিডি বলছে, বিনিয়োগকারীদের আস্থা তৈরি করতে আইনি বাধ্যবাধকতা, আন্তর্জাতিক অর্থায়ন এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্যের ওপর গুরুত্ব দিতে হবে।

সর্বশেষ সংবাদ

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির বিষয়ে পুলিশের জরুরি বার্তা

অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ। রোববার (২৪ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ