spot_img

সুযোগ পাননি বলিউডে, দক্ষিণে বাজিমাত দিব্যার

অবশ্যই পরুন

বলিউডের পরিচিত মুখ দিব্যা দত্ত। এবার যোগ দিচ্ছেন দক্ষিণী ছবিতে। হিন্দি চলচ্চিত্রে দীর্ঘদিন অভিনয় করলেও তাকে মুখ্য চরিত্রে দেখা গেছে খুবই কম। তাই এবার নতুন চ্যালেঞ্জ নিতে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই ডেবিউ করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমের খবর, ওটিটি শো ‘মায়াসভা’- যেখানে একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। তেলুগু ভাষায় তৈরি হওয়া এই সিরিজ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ডিজিটাল প্লাটফর্মে। সোনি লিভ ওটিটি প্লাটফর্মে গত ৭ আগস্ট মুক্তি পেয়েছিল এই সিরিজ। সিরিজে দিব্যার অনবদ্য অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমালোচকরা।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি আরও আঞ্চলিক ছবিতে অভিনয় করতে চাই। আশা করি আমার হাতে এমন আরও কাজ আসবে যেখানে কাজ করে আমি আমার নিজেকে প্রমাণ করতে পারব। ইতোমধ্যেই সকলের থেকে যে প্রশংসা পেয়েছি তাতে আমি ভীষণভাবে আপ্লুত।’

৪৭ বছর বয়সী দিব্যা স্বীকার করেন, তিনি প্রথমে ভীষণভাবে ভয় পেয়েছিলেন কারণ এই প্রথম তিনি অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করলেন। তবে যেহেতু দিব্যার চরিত্রটি সবসময় ইংরেজিতে কথা বলে তাই সেইভাবে সমস্যার সম্মুখীন হতে হয়নি অভিনেত্রীকে।

সর্বশেষ সংবাদ

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে কি হাত মেলাবেন ক্রিকেটারেরা? যা জানালো আইসিসি

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ