spot_img

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ রিজভীর

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাক্ষর জাল করে পোস্ট করা ভুয়া ও বানোয়াট প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শনিবার (২৩ আগস্ট) রাতে রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, একটি সম্পূর্ণ বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে যা বিএনপি দফতর থেকে কোনো গণমাধ্যমে পাঠানো হয়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি কুচক্রী মহল রিজভীর স্বাক্ষর জাল করে এ বিজ্ঞপ্তি পোস্ট করেছে। এতে বিভ্রান্ত না হতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, বিএনপির মিডিয়া সেলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও বিষয়টি স্পষ্ট করা হয়। বলা হয়, সেই বিজ্ঞপ্তিটি দলের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।

সর্বশেষ সংবাদ

যুদ্ধবিরতির পর গাজা শহরে ফিরলেন পাঁচ লাখেরও বেশি মানুষ

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বাস্তুচ্যুত হওয়া মানুষের ঢল নেমেছে। সেখানকার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গত শুক্রবার ইসরায়েলি হামলা...

এই বিভাগের অন্যান্য সংবাদ