spot_img

অনন্য রেকর্ড গড়ার দিনেও শিরোপার আক্ষেপ রোনালদোর

অবশ্যই পরুন

বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও এক কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করে ইতিহাস লিখলেন সিআরসেভেন। এর পাশাপাশি জাতীয় দলের হয়েও তিন অঙ্কের গোল রয়েছে এ পর্তুগিজ সুপারস্টারের। তবে, ইতিহাস গড়ার রাতে সৌদি সুপার কাপের ফাইনালে শিরোপা ছোঁয়া হলোনা রোনালদোর। টাইব্রেকারে আল আহলির কাছে হেরে ট্রফি খুইয়েছে আল নাসর।

শনিবার (২৩ আগস্ট) হংকং স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। কিন্তু পেনাল্টি শুট আউটে শট ঠেকিয়ে নায়ক বনে গেছেন আল আহলির গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি। ৩-৫ গোলে জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তোলে আল আহলি।

টাইব্রেকারের প্রথম তিন শটে আল নাসরের হয়ে রোনালদো, ব্রোজোভিচ ও জোয়াও ফেলিক্স সফল হলেও আব্দুল্লাহ আল-খাইবারি পারেননি। তার নেয়া নিচু শট ঠেকিয়ে দেন মেন্দি। অন্যদিকে আল আহলির ৫ শটই জালে জড়ায়। শিরোপার স্বপ্নভঙ্গের রাতে তাই বিষাদের গল্পে যেন অনেকটাই ফিঁকে হয়ে গেলো রোনালদোর এই অনন্য কীর্তি।

ম্যাচের ৪১তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে রোনালদোর গোলে লিড পায় আল নাসর। আর এতেই ক্লাবটির হয়ে নিজের শততম গোলের পাশাপাশি ততক্ষণে যে অনন্য এক ইতিহাস গড়ে ফেলেছেন সিআরসেভেন।

আল নাসরের হয়ে ১১৩তম ম্যাচে এসে গোলের সেঞ্চুরি করেন সিআরসেভেন। এর আগে, রিয়াল মাদ্রিদের জার্সিতে ৪৫০, ম্যান ইউনাইটেডের হয়ে ১৪৫ ও ইউভেন্তাসের হয়ে ১০১টি গোল করেন এই তারকা ফুটবলার। এই ইতিহাস লেখার পথে রোনালদো ছাড়িয়ে গেছেন ছাড়িয়ে গেছেন স্প্যানিশ ফরোয়ার্ড ইসিদ্রো লাঙ্গারা, ব্রাজিলিয়ান সুপারস্টার রোমারিও ও আরেক ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। এই তিনজনেরই রয়েছে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ১০০ গোল করার কীর্তি।

প্রসঙ্গত, ২০২২ সালে আল নাসরে যোগ দেয়ার পর থেকে এই নিয়ে তিনটি ফাইনালে হারলেন ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই সাথে বাড়লো ক্লাবটির হয়ে স্বীকৃত কোনো ট্রফি জয়ের অপেক্ষার প্রহর। নিশ্চই জ্বলজ্বলে পারফরম্যান্সে সেই প্রহর কাটাতে চাইবেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পর্যন্ত আল নাসরের হয়ে ২০২৩ আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া আর কোনো শিরোপা এখন পর্যন্ত জিততে পারেননি সিআরসেভেন।

সর্বশেষ সংবাদ

হাসিনার পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা: হাসনাত

রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপির মধ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ