spot_img

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা সম্ভব নয়: জুলিয়ান উড

অবশ্যই পরুন

পাওয়ার হিটিং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি এক বা দুই সপ্তাহের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। সিলেটে দলের অনুশীলন ক্যাম্পে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন ইংল্যান্ডের এই বিশেষজ্ঞ কোচ।

উড বলেন, ‘একটা মিথ আছে, বাংলাদেশের ব্যাটারদের সম্পর্কে বলা হয় তাদের পাওয়ার নেই। কিন্তু আমি বলব, বিষয়টি পুরোপুরি সত্য নয়। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে যথেষ্ট শক্তি রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা কীভাবে সেই শক্তিকে কাজে লাগাবে, সেটা শিখতে পারা।’

তিনি আরও বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের খেলোয়াড়রা হয়তো শারীরিক গঠনে বড় এবং শক্তিশালী। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা যেহেতু তুলনামূলকভাবে ছোট গড়নের, তারা টাইমিং, রিদম এবং মুভমেন্টের মাধ্যমে ভেলোসিটি তৈরি করতে পারে—এটাই তাদের শক্তি।’

আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে কাজ করছেন জুলিয়ান উড। তার মতে, ‘এটা একটা প্রসেস। হয়তো আপনি অল্প কিছু উন্নতি এখনই দেখতে পারবেন, কিন্তু বড় ধরনের পরিবর্তনের জন্য সময় লাগবে। যারা বাইরে থেকে সমালোচনা করে বলেন, ‘তারা পারবে না’, তারা আসলে কোনো সাহায্য করছে না।’

পাওয়ার হিটিংয়ের মানসিক দিকটি নিয়েও কথা বলেন উড। তিনি বলেন, ‘আমার মূল কাজ হচ্ছে খেলোয়াড়দের টুলস দেওয়া এবং মানসিক প্রস্তুতি তৈরি করে দেওয়া, যাতে তারা বিশ্বাস করতে পারে যে, তারাও পারে। আত্মবিশ্বাস থাকলে সেটা পারফরম্যান্সেও প্রতিফলিত হয়।’

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য চীনা ভিসা আবেদনে নতুন নির্দেশনা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ঢাকার চীন দূতাবাস। এ বিষয়ে দূতাবাস থেকে পাঠানো এক নোটিশে বিস্তারিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ