spot_img

৩০ বছর বয়সে সাড়ে ১২ হাজার কোটি টাকার মালিক ডুয়া লিপা

অবশ্যই পরুন

পপ সংগীতের তারকা ডুয়া লিপা শুক্রবার (২২ আগস্ট) উদযাপন করলেন তার ৩০তম জন্মদিন। এক সময় যিনি ছিলেন এক শরণার্থী পরিবারের কন্যা, আজ তিনি বিশ্বের শীর্ষ পপ তারকাদের একজন, একাধারে গায়িকা, অভিনেত্রী এবং শত কোটির সম্পদের মালিক।

ডুয়া লিপার বাবা-মা কসোভো যুদ্ধের সময় ১৯৮৮ সালে আটকা পড়েন নিজ দেশে। এরপর ১৯৯২ সালে তারা শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নেন। সেখানেই ১৯৯৫ সালে জন্ম নেন ডুয়া। লন্ডনের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই কিশোরী পরে নিজের অসাধারণ প্রতিভা ও অধ্যবসায় দিয়ে বদলে দেন নিজের জীবন এবং বিশ্বসংগীতের মানচিত্র।

মাত্র ১৫ বছর বয়সে সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলে সংগীত ও অভিনয়ের প্রশিক্ষণ নেন। ওয়েট্রেস ও মডেলিংয়ের কাজের পাশাপাশি ইউটিউব ও সাউন্ডক্লাউডে নিজের গান ও কভার প্রকাশ করতেন। ২০১৩ সালে একজন এজেন্টের সঙ্গে চুক্তি এবং পরে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কাজ শুরু করেন।

২০১৫ সালে প্রথম একক ‘নিউ লাভ’ ও ‘বি দ্য ওয়ান’ দিয়ে সংগীতজগতে অভিষেক ঘটে তার। এরপর ২০১৭ সালে প্রকাশিত হয় তার আত্মনামক প্রথম অ্যালবাম Dua Lipa, যেখান থেকে ‘নিউ রুলস’ ও ‘আইডিজিএএফ’-এর মতো হিট গান তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। সেই অ্যালবাম থেকেই তিনি পান গ্র্যামি অ্যাওয়ার্ড ফর বেস্ট নিউ আর্টিস্ট।

২০২০ সালে আসে আরেক মাইলফলক: Future Nostalgia অ্যালবাম। এতে ছিল ‘ডোন’t স্টার্ট নাউ’ ও ‘লেভিটেটিং’-এর মতো বেস্টসেলার গান। অ্যালবামটি তাকে এনে দেয় সেরা পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি এবং BRIT Awards-এ সেরা ব্রিটিশ অ্যালবামের পুরস্কার।

এই মুহূর্তে ডুয়া লিপা রয়েছেন তার তৃতীয় অ্যালবাম Radical Optimism–এর বিশ্ব সফরে। Radical Optimism Tour শিরোনামে ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন দেশে কনসার্টে অংশ নিচ্ছেন তিনি।

সাফল্যের পাশাপাশি ডুয়া লিপা অর্জন করেছেন বিপুল সম্পদও। দ্য সানডে টাইমস প্রকাশিত ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’-এ তিনি রয়েছেন ৩৪তম অবস্থানে। তার মোট সম্পদের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা।

ডুয়া লিপার প্রতিভা থেমে নেই শুধু সংগীতে। ২০২৩ সালে Barbie সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। এরপর ‘Argylle’ চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

ডুয়া লিপার জীবন কেবল একজন শিল্পীর সাফল্যের কাহিনি নয়, বরং প্রমাণ করে—দৃঢ়তা, নিষ্ঠা ও প্রতিভা থাকলে শরণার্থী শিবির থেকে উঠে এসেও বিশ্বমঞ্চে রাজত্ব করা সম্ভব। তার গল্প নতুন প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা।

সর্বশেষ সংবাদ

২-১ সপ্তাহে পাওয়ার হিটিং শেখা সম্ভব নয়: জুলিয়ান উড

পাওয়ার হিটিং একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া—এটি এক বা দুই সপ্তাহের মধ্যে আয়ত্ত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ