spot_img

অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসে সিরিজ জয় প্রোটিয়াদের

অবশ্যই পরুন

ঘরের মাঠে ব্যাটিংটা ঠিকমতো হচ্ছে না অস্ট্রেলিয়ার। টানা চতুর্থ ওয়ানডেতে দুইশর ঘর ছোঁয়ার আগেই অলআউট হলো স্বাগতিকরা। এর ফলে ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানের দাপুটে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা।

এর আগে প্রথম ম্যাচে ৯৮ রানের জয় পাওয়া এইডেন মার্করামের দল এবারও দাপট দেখালো। তিন ম্যাচ সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা। ২০১৬ সালের পর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দ্বিপক্ষীয় সিরিজে এটি টানা পঞ্চম জয় দক্ষিণ আফ্রিকার।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৭৭ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে মাত্র ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ব্যাটিং বিপর্যয়ের নায়ক ছিলেন লুঙ্গি এনগিডি। আগুনে গতির বোলিংয়ে ৪২ রান খরচায় তুলে নেন ৫ উইকেট। জশ ইংলিশ (৮৭) ও ক্যামেরন গ্রিন (৩৫) ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেননি।

এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভরসা দেন ম্যাথিউ ব্রিটজকে ও ত্রিস্তান স্টাবস।

২৩ রানে ২ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৮৯ রান। ব্রিটজকে খেলেন ৭৮ বলে ৮৮ রানের ইনিংস, যাতে ছিল ৮ চার ও ২ ছক্কা। স্টাবস ৮৭ বলে ৭৪ রান করে দলকে টেনে নিয়ে যান ৪৪তম ওভার পর্যন্ত।

শেষ দিকে কেশভ মহারাজ (২২*) ও নান্দ্রে বার্গারদের ছোট ছোট অবদানেই চ্যালেঞ্জিং সংগ্রহ পায় প্রোটিয়ারা।

সর্বশেষ সংবাদ

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ যখন একটা নতুন অধ্যায়ের দিকে একটা নতুন সূর্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ