spot_img

ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারালো চেলসি

অবশ্যই পরুন

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে চেলসি। ঘরের মাঠে ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল ওয়েস্ট হ্যামের। মাত্র ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান লুকাস পাকেতার দুর্দান্ত দূরপাল্লার শটে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। নয় মিনিটের মাথায় মার্ক কুকুরেলার কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান জোয়াও পেদ্রো। এটি চেলসি জার্সিতে তার প্রথম প্রিমিয়ার লিগ গোল।

এরপর ম্যাচের গল্প লিখতে থাকে চেলসি। ২৩ মিনিটে পাকেতা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ সাজান চেলসি ডিফেন্ডার ট্রেভোহ চালোবাহ, যার ক্রস থেকে একেবারে ফাঁকায় দাঁড়িয়ে পেদ্রো নেতো ভলিতে গোল করে দলকে এগিয়ে নেন।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই চেলসি আরও একটি গোল যোগ করে। ১৮ বছর বয়সী ক্লাবে নবাগত ব্রাজিলিয়ান এস্তেভাও দারুণ দৌড় শুরু করে পাস দেন আর সেখান থেকে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ খালি জালে বল ঠেলে দেন।

দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে তার ভুলে কর্নার থেকে বল পেয়ে মোইসেস কাইসেদো দূরপাল্লার শটে চতুর্থ গোল করেন। কিছুক্ষণ পর আরেকটি কর্নার থেকে হেডে গোল করেন চালোবাহ।

শেষদিকে ওয়েস্ট হ্যামের গ্যালারিতে দেখা যায় ক্ষুব্ধ সমর্থকদের মাঠে নেমে প্রতিবাদ করতে। দুটি ম্যাচে টানা হারে দলটি টেবিলের একেবারে তলানিতে নেমে গেছে গ্রাহাম পটারের দল। অন্যদিকে, টড বোয়েলির যুগে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শীর্ষে উঠল চেলসি।

সর্বশেষ সংবাদ

মৌসুমের উদ্বোধনী ম্যাচে লাইপজিগকে গোলবন্যায় ভাসালো বায়ার্ন

বুন্দেসলিগার নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে আরবি লাইপজিগকে ৬-০ গোলে বিধ্বস্ত করে আসর শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুক্রবার (২২...

এই বিভাগের অন্যান্য সংবাদ