spot_img

সবজি-ডিমের দাম বেড়ে বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা

অবশ্যই পরুন

দেশজুড়ে টানা বৃষ্টিপাত ও সরবরাহ সংকটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অস্থিরতা বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে সবজি ও ডিমের দাম লাগামছাড়া হয়ে উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে। কিছু সবজির দাম ১০০ টাকাও ছাড়িয়ে গেছে। কাঁচামরিচের দাম পৌঁছেছে রেকর্ড ২৪০ টাকা কেজিতে।

দামের তালিকা অনুসারে— করলা প্রতি কেজি ১০০ টাকা; শসা, ঢেঁড়স, পটল, ঝিঙা, ধুন্দল, কাঁকরোল, কচুর লতি, লম্বা বেগুন—সবই ৮০ টাকা কেজি, গোল বেগুন ১৪০ টাকা, টমেটো ১৮০ টাকা, পেঁপে তুলনামূলক কম-প্রতি কেজি ৩০ টাকা, জালি ও লাউ যথাক্রমে ৬০ ও ৭০ টাকা করে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা জানান, টানা বৃষ্টির কারণে কৃষকরা মাঠ থেকে সবজি তুলতে পারছেন না। ফলে বাজারে সরবরাহ কমে গেছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা দামে।

ক্রেতারা বলছেন, আগের মতো সবজি কেনা এখন আর সম্ভব হচ্ছে না। সীমিত আয়ের মানুষরা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ একাধিক সবজি না কিনে প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে কিনছেন।

সবজির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। এক মাস আগেও এ দাম ছিল ১২০ থেকে ১২৫ টাকা।

এছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৮৫ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

চীন সীমান্তে উত্তর কোরিয়ার গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি

১০ বছর ধরে চীন সীমান্তে গোপন মিসাইল ঘাঁটি বানিয়েছে উত্তর কোরিয়া। নির্মাণ শুরুর ২১ বছর পর যা ধরতে পেরেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ