spot_img

বিএনপির জয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটের চেষ্টা করছে: তারেক রহমান

অবশ্যই পরুন

ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কিছু দল নতুন নতুন শর্ত দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় হিন্দু সম্প্রদায়কে জন্মাষ্টমীর শুভেচ্ছাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সংসদ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তিনি। ক্ষমতায় যেতে হলে বিরোধী রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে যেতে পরামর্শ দেন তারেক রহমান।

তিনি আরও বলেন, রাজনীতিতে বির্তক থাকবে। কিন্তু বিরোধ এমন জায়গা নেয়া উচিত নয়, যাতে পরাজিত শক্তি সুযোগ পায়।

সর্বশেষ সংবাদ

রুদ্ধশ্বাস সুপার ওভারে বাংলাদেশকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান। এই রান ডিফেন্ড করতে সাইফ হাসানের ওপর ভরসা রাখেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ